নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২১ ২৩:২২

লকডাউনের নবম দিনে সিলেটে ৬০ মামলা, আটক ১২৯ যানবাহন

কঠোর লকডাউনের নবম দিন শনিবার সিলেটে ৬০ মামলা ও ১২৯টি যানবাহন আটক করা হয়েছে। একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ৩১টি, মোটরসাইকেল ২০টি ও অন্যান্য ৯টি সহ সর্বমোট ৬০টি মামলা এবং সিএনজি ৬০টি, মোটরসাইকেল ২৮টি, অন্যান্য ৪১টি সহ মোট ১২৯টি যানবাহন আটক করা হয়।

এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৭১ হাজার ১০০ টাকা জরিমানা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে নগরের বিভিন্ন স্থানে দিবারাত্রি ৪৬টি চেকপোস্ট করছে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ডিউটি করছে।

আপনার মন্তব্য

আলোচিত