নিজস্ব প্রতিবেদক:

১৪ সেপ্টেম্বর, ২০২১ ০২:২০

কমলগঞ্জে ‘ম্যাগনেট পিলার’ খোঁজার মেটাল ডিটেক্টরসহ যন্ত্রাংশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব পরিত্যাক্ত অবস্থায় ‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিদেশী প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডারসহ বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করেছে।

গত রোববার বিকেলে উপজেলার ভানুগাছ বাজারের কলেজ রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযানে একটি বিদেশী ডিটেকক্টর মেশিনের বক্স (বিদেশী প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডার, স্ক্যানার আন্ডারগ্রাউন্ড লং রেঞ্জ, গোল্ড ডিটেক্টর ডিগার, ডায়মন্ড-সিলভার-কপার-গোল্ড ডিটেক্টর সরঞ্জাম বক্স), ২৪টি খাবার স্যালাইন, ১৯টি ওরস্যালাইন এন, ৪৩টি এনআরজি, ৫টি কসটেপ, একটি ব্যাগ, একটি ইউজার ম্যানুয়েল বই উদ্ধার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর একটি সূত্র জানায়, এসব যন্ত্রাংশ ম্যাগনেট পিলার খোঁজার কাজে ব্যবহার করা হয়ে থাকে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত