নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২৮

নগরীতে হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। চলতি বছর শেভরণ ও সুইট কন্ট্রাক্টের যৌথ উদ্যোগে ‘উত্তরণ’ প্রকল্পের আওতায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ বিদ্যালয় ভবনে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ঘোষিত বাজেটে এই তথ্য জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, থেকে প্রতি বছর ১২শ জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। প্রাথমিক ভাবে ওয়েল্ডিং, প্লামবিং, ইলেকট্রিকেল ইন্সটলেশন ও মেইনটেইনেন্স, পাইপ ফিটিং ও হাউস কিপিং কোর্স পরিচালনা করা হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু দেশে নয়, বিদেশে গিয়েও একজন তরুণ ক্যারিয়ার গঠন করতে পারবে। আমি বিশ্বাস করি এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে কাজ করলে প্রত্যাশার চেয়ে বেশি আয়ও করতে পারবে। আশা করছি চলতি বছর এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে পারবো।

আপনার মন্তব্য

আলোচিত