সিলেটটুডে ডেস্ক:

২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:৫৩

আজ মঞ্চস্থ হবে ‘ভাইবে রাধারমণ’

বৈষ্ণব কবি রাধারমণ দত্তকে নিয়ে নির্মিত নাটক ‘ভাইবে রাধারমণ’ মঞ্চস্থ হবে আজ সোমবার।

সোমবার (২০ সেপ্টেম্নব) সন্ধ্যা ৭টায় নগরীর কবি নজরুল অডিটরিয়ামে লিটল থিয়েটার, সিলেট (লিথিসি) মঞ্চস্থ করবে রাধারমণের জীবন ও দর্শন নির্ভর এ নাটকটি। এটি ভাইবে রাধারমণ’র ১৬তম মঞ্চায়ন।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের ৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক উৎসবে মঞ্চায়িত হবে নাটকটি।

‘ভাইবে রাধারমণ’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তানভীর নাহিদ খান এবং পরিকল্পনা ও প্রয়োগ করেছেন আব্দুল কাইয়ুম মুকুল। নাটকের সংগীত পরিচালনা করেছেন বাউল সূর্য লাল দাশ ও নৃত্য পরিচালনায় আছেন নৃত্য শিক্ষক নীলাঞ্জনা জুঁই।

লিটল থিয়েটার, সিলেট সূত্রে জানা গেছে, নাটকের প্রবেশপত্র পাওয়া যাবে সোমবার বিকেল ৪টা থেকে কবি নজরুল অডিটোরিয়ামের হল কাউন্টারে। নাটক শুরুর ১৫ মিনিট পূর্বে দর্শকদের আসন গ্রহণ করতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত