ছাতক প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৪

ছাতকে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, আটক ২

সুনামগঞ্জের ছাতকে অপহরণের ৩দিন পর অপহৃত শিশু ইয়াছিন আহমদ(১০)কে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশু অপহরণের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশ। ইয়াছিন আহমদ ছাতক শহরের বাজনামহল এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর ইসলাম উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে পাশ্ববর্তি লেবারপাড়া এলাকার তোতন মিয়ার ছেলে অটোরিক্সা চালক সেলিম মিয়া ও তার আত্মীয় সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাতলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে লায়েক মিয়া। কিছুক্ষন অবস্থানের পর ফিরে যাওয়ার সময় শিশু ইয়াছিন আহমদকে কৌশলে অপরহণ করে তারা। শিশু ইয়াছিনকে নিয়ে জেলার বিশম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ এবং ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে শিশু ইয়াছিনকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণে জড়িত সন্দেহে সেলিম মিয়া ও লায়েক মিয়ার বোন কাকলীকে আটক করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, আদালতের মাধ্যমে শিশুটিতে তার মা-বাবার কাছে হস্থান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত