জৈন্তাপুর প্রতিনিধি:

২৬ সেপ্টেম্বর, ২০২১ ২২:৪২

জৈন্তাপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত তিন

নিহত আবদুল গফ্ফার (৪০)।

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্তে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩ জন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত খড়িকাপুঞ্জি এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী আবদুল গফ্ফার (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং আরও তিন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে ঘটনার পর সুষ্ঠু বিচার ও ঘাতক ট্রাক আটকের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এসময় মহাসড়কে নম্বর বিহীন টোকন চালিত সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান তারা। সড়ক অবরোধের কারনে রাস্তার উভয় পাশে যাত্রীবাহী বাস, মিনিবাস, যাত্রীরা দূর্ভোগে পড়েন৷

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়। পরে তারা রাস্তার অবরোধ তুলে নেন৷’

আপনার মন্তব্য

আলোচিত