দিরাই প্রতিনিধি:

১৪ অক্টোবর, ২০২১ ০১:৫৯

দিরাইয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমরুল হকসহ ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এ সময় সেখানে অগ্নিকান্ড, ভূমিকম্পসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে প্রাথমিকভাবে কিভাবে উদ্ধার করতে হয় সেগুলো প্রদশর্নীর মাধ্যমে তুলে ধরা হয়।

আপনার মন্তব্য

আলোচিত