সিলেটটুডে ডেস্ক:

০৪ ডিসেম্বর, ২০২১ ০১:৫৮

সিপিবি শাহপরাণ থানার সম্মেলন সম্পন্ন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শাহপরাণ থানা শাখার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় শহীদ সুলেমান হল সংলগ্ন সাহিত্য আসর কক্ষে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদ মিনার থেকে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরগাগেইটস্থ শহীদ সুলেমান হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভা শুরুর আগে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়।

এ সময় উদীচী সিলেট জেলার শিল্পীরা গণসঙ্গীত পরিবেশনা করেন।

আলোচনা পর্বে কমরেড এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে ও শাখা সম্পাদক তুহিন কান্তি ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিবি সিলেট জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি সিলেট জেলা নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেব।

সভায় স্বাগত বক্তব্য দেন কমরেড খায়রুল হাছান।

শুভেচ্ছা বক্তব্য দেন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা নেতা কমরেড মোখলেছুর রহমান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন এর সিলেট জেলা নেতা কমরেড রণেন সরকার রনি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার নেতা ডা. হরিধন দাস।

এছাড়াও বক্তব্য দেন, সিপিবি কোতোয়ালি থানা শাখার সম্পাদক কমরেড সাথী রহমান, জালালাবাদ থানা শাখার সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড নিরঞ্জন দাস খোকন, প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি মাধব রায়, খেলাঘর সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিধান দেব চয়ন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলার সহসভাপতি রতন দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, ছাত্র ইউনিয়ন সিলেটের আহ্বায়ক মনীষা ওয়াহীদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘দেশ আজ গভীর সঙ্কটে নিমজ্জ্বিত। রাষ্ট্রযন্ত্রের আপোষকামিতায় সাম্প্রদায়িক অপশক্তি ক্রমশ বিস্তার লাভ করছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে তারা সর্বশক্তি প্রয়োগ করছে। আর ক্ষমতা চিরস্থায়ী করতে বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। মুখে গণতন্ত্রের কথা আর মুক্তিযুদ্ধের কথা বলছে, কিন্তু কোনোভাবেই বিরুদ্ধমতকে সহ্য করতে পারছে না। নানা কায়দায় জনগণের গণতান্ত্রিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকারকেও রুদ্ধ করে ফেলা হচ্ছে। রাজনৈতিক দলসমূহের কার্যক্রমও নানা বাধা ও বিপত্তির সম্মুখীন। যার ফলে সাম্প্রদায়িকতা আরও মাথাচাড়া দিয়ে উঠছে। পাশাপাশি সাম্রাজ্যবাদী অপশক্তিগুলোও এ দেশকে ঘিরে তাদের চক্রান্তের জাল অবিরত বিস্তার করে চলছে।’

তারা আরও বলেন, ‘করোনার থাবায় দেশের লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে, দ্রারিদ্রতার হারও বেড়ে যাচ্ছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে শ্রমিক-কৃষকসহ মেহনতি সাধারণ জনগণ জর্জরিত। তার উপর হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মেহনতি মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। দেশ আজ লুটেরা সিন্ডিকেটের নিয়ন্ত্রেণে চলে গেছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দূর্বার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে। সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের লড়াই জোরদার এর মাধ্যমে অগণতান্ত্রিক শাসন-শোষণের অবসান ঘটাতে হবে।’

আলোচনা শেষে শুরু হয় কাউন্সিল অধিবেশন। অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড তুহিন কান্তি ধর-কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শাহপরাণ থানা শাখার সম্পাদক নির্বাচিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত