নিজস্ব সংবাদদাতা

২৩ মে, ২০২২ ২৩:৪৫

চুনারুঘাটে এক রাতে তিনটি মন্দিরে চুরি

হবিগঞ্জের চুনারুঘাটে এক রাতে তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, সোমবার ভোররাতে কোনো এক সময়ে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির ঘনশামপুর মণিপুরিপাড়ায় শ্রীশ্রী জগন্নাথ মন্দির, আমু চা বাগান ফুলপাড় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, (সাঁওতাল) লাইন শ্রীশ্রী নারায়ণ মন্দিরের তালা ভেঙে প্রবেশ করে পিতলের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

এর আগে গত ৩১ মার্চ  রাতে চুনারুঘাট পৌরশহরের হাতুন্ডা এলাকার শ্রীশ্রী বাসুদেব মন্দিরে এমন একটি চুরির সংগঠিত হয়।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, ঘনশামপুর মণিপুরিপাড়ায় শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে ছয়টা পিতলের মূর্তিসহ কাসার থালাবাসন, করতাল, জয় ঘন্টি, আমু ফুলপাড় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে একটি পিতলের মূর্তিসহ  থালাবাসন, করতাল, জয় ঘন্টি ও আমু সাঁওতাল লাইনে শ্রীশ্রী নারায়ণ মন্দিরে পূজোর থালাবাসন, করতাল, জয়ঘন্টি চুরি করে নিয়ে যায়। তাছাড়া তিন মন্দিরে প্রণামী টাকাও চুরি হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ বলেন, এই তিন মন্দির চুরির ঘটনায় পুলিশ পর্যবেক্ষণ করেছে। এই চুরির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত