নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

২৪ মে, ২০২২ ২১:১১

শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর সদর ইউনিয়নের সবুজবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় বাঁশঝাড়ের নীচ থেকে ভুবনচিলটিকে উদ্ধার করে স্থানীয়রা৷

মঙ্গলবার (২৪মে) দুপুরে উদ্ধারের পর ভুবনচিলটিকে শ্রীমঙ্গলের বন্যপ্রাণিপ্রেমীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেন্জারড ওয়াইল্ডলাইফ (সিইউ) এর কাছে হস্তান্তর করে স্থানীয়রা৷

স্ট্যান্ড ফর আওয়ার এনডেন্জারড ওয়াইল্ডলাইফ (সিইউ) এর সদস্য সোহেল শ্যাম জানান, অসুস্থ ভুবনচিলটি বর্তমানে আমার বাসায় আছে, এই চিলটি খুবই ছোট এটি সদ্য ওড়া শিখেছে৷ অসুস্থ এই ভুবনচিলটিকে সুস্থ করার জন্য আমরা কাজ করছি৷

বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার জোনের রেঞ্জার শহীদুল ইসলাম জানান, অসুস্থ ভুবনচিলটিকে আমাদের পরামর্শেই চিকিৎসা দেয়া হচ্ছে৷ প্রাণিটি সুস্থ হওয়ার পর আমরা এটিকে কোথায় অবমুক্ত করবো সে ব্যাপারে সিদ্ধান্ত নিবো৷

ভুবন চিলের বৈজ্ঞানিক নাম Milvus migrans ইংরেজিতে এটিকে Black Kite বলে ডাকা হয়৷ এটি Accipitridae (অ্যাক্সিপিট্রিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Milvus (মিলভাস) গণের এক প্রজাতির মাঝারি আকারের সুলভ শিকারী পাখি।

দুই মেরু আর দুই আমেরিকা মহাদেশ বাদে প্রায় পুরো পৃথিবী জুড়ে এদের বিস্তৃতি। এরা বিগত কয়েক বছরে কি হারে কমছে বা বাড়ছে সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে এরা সন্তোষজনক সংখ্যায় রয়েছে। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। পৃথিবীতে মোট ভুবন চিলের সংখ্যা আনুমানিক ১০ লক্ষ থেকে ৬০ লক্ষটি বলে বার্ডলাইফ ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে।বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

আপনার মন্তব্য

আলোচিত