শাবিপ্রবি প্রতিনিধি:

২৪ মে, ২০২২ ২৩:০৮

বন্যার্তদের পাশে দাঁড়াতে শাবিপ্রবিতে চলচ্চিত্র উৎসব

সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দুইদিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী উৎসবের আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার (২৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক আব্দুল বাছিত সাদাফ। আগামী বৃহস্পতিবার (২৬ মে) এবং শুক্রবার (২৭ মে) এ চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় অসংখ্য মানুষ ঘরছাড়া হয়ে পরে। অসহায় মানুষের জন্য কিছু করার দায় শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থী বা সাধারণ শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম সম্মিলিত সাংস্কৃতিক জোট, শাবিপ্রবি এড়াতে পারেনা। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন উদ্যেগের মাধ্যমে যথাসম্ভব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর।

তিনি আরও বলেন, দু'দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর প্রথম দিন (২৬ মে) বিকেল ৫ টায় অলিম্পাস হ্যাজ ফলেন, সন্ধ্যা সাতটায় রেনকোট প্রদর্শন করা হবে। পরের দিন শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় নোনা জলের কাব্য, বিকেল ৫টায় দ্যা ব্যাটম্যাম, সন্ধ্যা সাড়ে ৭টায় ডেইজ অফ সামার প্রদর্শন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত