তাহিরপুর প্রতিনিধি

২৪ জুন, ২০২২ ০০:১০

হাওরবাসীর সমস্যা উত্তরণের একসাথে কাজ করতে হবে: আইজিপি

পুলিশের পক্ষ হতে বন্যায় কবলিত দূর্গম এলাকাগুলোতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান বেনজির আহমেদ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল আরও ভাল করতে জনগণ, রাজনীতিবিদ, প্রশাসন সকলের সমন্বয়েই হাওর বাসীর এই সমস্যা উত্তরণের একসাথে কাজ করতে হবে।

পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, আমি অনুরোধ করবো হাওরাঞ্চলে যেখানে সহজেই যাওয়া যায় না হাওরের দূর্গম গ্রাম, সীমান্তবর্তী গ্রাম ও দূরবর্তী প্রত্যন্ত গ্রাম গুলোতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করতে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান বিতরণের সময় ইন্সপেক্টর জেনারেল আব পুলিশ, বাংলাদেশ পুলিশের (আইজিপি) ড. বেনজী আহমেদ ( বিপিএম)কথা গুলো বলেন।

র‍্যাবের একটি হেলিকপ্টার যোগে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নামে। এ সময় স্কুল মাঠে উপস্থিত বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রের আশ্রয় নেয়া বন্যাদুর্গত মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর শেষে শতাধিক বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

পরে তিনি স্পিড বোট যোগে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে ওই ইউনিয়নের আমবাড়ি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, চিড়া, চিনি, গুড়, বিস্কুট, গুড়ো দুধ, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করন টেবলেট, ঔষধ, মোমবাতি, দিয়াশলাই, খাবার প্লেট ও গ্লাস।

পরবর্তীতে আইজিপি ড. বেনজীর আহমেদ (বিপিএম) স্প্রিড বোট যোগে বিশ্বম্ভরপুর উপজেলার হাওর পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে বিশ্বম্ভরপুর থানা কমপ্লেক্সএ আশ্রয় নেয়া বন্যাদুর্গত মানুষের খোঁজ খবর নেয়া শেষে তাদের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করেন।

এ সময় উপস্তিতি ছিলেন, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের (ডিআইজি) সিলেট মফিজ উদ্দিন আহমদ (পিপিএম), অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় সরকার, সুনামগঞ্জ পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মিজানুর রহমান বিপিএম),সুনামগঞ্জ পুলিশ লাইনের ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, নৌপুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইসলাম, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার, বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া, বালিজুরী ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসাইন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত