চুনারুঘাট প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২৩ ১২:৫০

শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌছতে পারে না: মাহবুব আলী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌছতে পারে না। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। একমাত্র বাংলাদেশের সরকার বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ করা হয়। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই তা সম্ভব হয়েছে।’

গতকাল শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মাহবুব আলী বলেন, ‘শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার মান উন্নত করতে হবে। নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী কাজ করছেন। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল না হলে এক সময় দেখবেন সরকারি তালিকা থেকে বাদ পড়ে যাবে আপনাদের বিদ্যালয়।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উসমান গনি কাজলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুল হাই প্রিন্সের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুসফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহসভাপতি সুজিত চন্দ্র দেব, যুগ্ন সম্পাদক আব্দুছ ছামাদ আজাদ, সজল দাস, লুৎফুর রহমান চৌধুরী, সোহেব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মহালদার, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, মাহবুবুর রহমান নোমান চৌধুরী, মো. ওয়াহেদ আলী মাষ্টার, মোহাম্মদ আলী, জাকির হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খান, মাওলানা তাজুল ইসলাম, আব্দুল মালেক মাষ্টার, আব্দুর রউফ, হাছান আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান ছামী, সাধারন সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের ৪ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

আপনার মন্তব্য

আলোচিত