নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩ ২২:০৮

মূল্য তালিকা না থাকায় কালীঘাটে ৫ দোকানকে জরিমানা

দোকানে মূল্য তালিকা না থাকায় মহানগরীর কালীঘাট এলাকায় পাঁচটি পাইকারি দোকানে ১৬ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এ অভিযান চালায় প্রতিষ্ঠানটি।

বুধবার (২২ মার্চ) বিকালে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ এবং মো. আরিফ মিয়া নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, রমজানকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দোকানে মূল্য তালিকা না থাকায় পাঁচটি পাইকারি দোকানে ১৬ হজার পাঁচশত টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। রমজানে যাতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য এই অভিযান রমজানের প্রতিদিনই চলবে বলে জানা তিনি।

আপনার মন্তব্য

আলোচিত