
২২ মার্চ, ২০২৩ ২২:১৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় মদ ও ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামের সৈয়দ সিরাজ মিয়ার ছেলে সৈয়দ ছাহিদ (২৪) ও তেলিকোনা গ্রামের সামছু মিয়ার ছেলে ফারুক মিয়া (৪৮)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে ছাহিদকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১৬ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, রাতে তেলিকোনা গ্রাম থেকে ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আপনার মন্তব্য