সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০২৩ ১৫:৪৩

ব্রাহ্মণগ্রাম সরকারি বিদ্যালয়ে শোক দিবস পালন

সিলেটের বিয়ানীবাজারের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের শেখ রাসেল হলে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম, কমিটির সহসভাপতি মামুনুর রশীদ চৌধুরী, সহকারী শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক নুরুন নাহার লিপি, সহকারী শিক্ষক আয়শা বেগম, শিপলু আহমদ, আশুক উদ্দিন, জাহেদ আহমদ প্রমুখ।

বক্তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ মুক্তির সংগ্রাম এবং একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

আলোচনা সভার শুরুতে পঁচাত্তরের পনের আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

এরআগে সকালে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন।

আপনার মন্তব্য

আলোচিত