
১৮ মার্চ, ২০২৩ ০২:১৯
সিলেটের বিয়ানীবাজারের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শেখ রাসেল হলে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, শিশু উৎসব, আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক নুরুন নাহার লিপি, সহকারী শিক্ষক আয়শা বেগম, সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, শিপলু আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।
বঙ্গবন্ধুর দীর্ঘ মুক্তির সংগ্রামের নেতৃত্ব-সাফল্যের কথা ওঠে আসে বক্তাদের বক্তব্যে। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা এবং শিশুদের কল্যাণে বঙ্গবন্ধুর নেওয়া উদ্যোগের কথা এ সময় স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়, এবং এরপর শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
আপনার মন্তব্য