সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০২৪ ২৩:৩৮

সিলেটে বিদ্যুৎ বিপর্যয়

প্রতীকী ছবি

বিদ্যুতের ট্রান্সফরমার বিপর্যয়ে ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট।

শনিবার রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

পরে বিদ্যুৎ সরবরাহ কিছু জায়গায় স্বাভাবিক হলেও অনেক জায়গা অন্ধকারে থাকে। তবে ধীরে ধীরে সব জায়গায় স্বাভাবিক বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। যদিও সিলেটে বিদ্যুৎ যাচ্ছে

জানা যায়, শনিবার রাত ৮টায় আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি ট্রান্সফরমারের সিগনাল ট্রিপ করায় সিলেটের সবগুলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। পরে ৮টা ৪০ মিনিটের পর থেকে কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিভাগীয় বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি বলেন, ‘আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি পাওয়ার ট্রান্সফরমার রয়েছে। এই ট্রান্সফরমারে পিআরডিতে একটি সিগনাল এসে ট্রান্সফরমারে ট্রিপ করায় সবগুলো লাইন অফ হয়ে পড়ে সিলেটের সবগুলো লাইন ব্ল্যাকআউট হয়ে যায়।

এই ট্রান্সফরমারটির মাধ্যমে সিলেটের ৯টি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যার কারণে সিলেটে রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউটের কবলে ছিল। পরে ওই ট্রান্সফরমারটি চালু করার পরে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এখন ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ আছে এবং ৪০ শতাংশ এলাকায় লোডশেডিং চলছে। ধীরে ধীরে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’

আপনার মন্তব্য

আলোচিত