গোলাপগঞ্জ প্রতিনিধি

০৮ মে, ২০২৪ ১৮:০২

গোলাপগঞ্জে সমর্থকদের মধ্যে উত্তেজনা, সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে। এসময় তারা সাংবাদিকদের উপরও হামলার চেষ্টা করে।

বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জের ফুলবাড়ি কায়স্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ-ঘটনার পর কিছু ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আবার ভোট গ্রহণ শুরু হয়।

জানা গেছে, বিকেল ৩টার দিকে কায়স্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একসাথে প্রবেশ করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ (ঘোড়া) ও আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস)। এসময় কেন্দ্রের বাইরে স্থানীয় ইউপি সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় অপর প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের (দোয়াত-কলম) কর্মী সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়ায়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুস শহীদ জানান, এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি। কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক এই কেন্দ্রে যাই। আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলে। এতে ভোট কেন্দ্রে কোন প্রভাব পড়েনি। বাহিরে উত্তেজনা হয়েছে, ভোটাররা ভোট দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত