মাধবপুর প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২৪ ১৯:৪৭

মাধবপুরে ধান রোপণের সময় বজ্রপাতে নিহত দুই ভাই

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই  ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহাব উদ্দিন  ও মিলন মিয়া । শাহাব উদ্দিন ও মিলন মিয়া খড়কী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, শাহাব উদ্দিন ও মিলন মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই । পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

আপনার মন্তব্য

আলোচিত