মাধবপুর প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২৪ ২০:৪২

মাধবপুরে গাঁজাসহ যুবক আটক

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে  ১৮ কেজি গাঁজা সহ এক ব্যক্তি আটক হয়েছে । আটক ব্যক্তির নাম আল আমিন (২৭)। আল আমিন ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের আবু তাহেরের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর)  রাত ১০ টা ৫ মিনিটের সময় মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানি সাকিনের নুশরা জেনারেল হাসপাতালের সামনের রাস্তা থেকে আল আমিনকে আটক করা হয়। এসময় তার দখলে থাকা অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উপ পরিদর্শক দীন মোহাম্মদ গোপন সংবাদের ভিত্তিতে এ গোপন অভিযান পরিচালনা করেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে ওসি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিতই এ ধরনের অভিযান চলবে।

আপনার মন্তব্য

আলোচিত