০২ নভেম্বর, ২০২৪ ০২:০৯
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর জন্য নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা ও পৌর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে নতুন প্রাথমিক সদস্য সংগ্রহের ফরম বই তুলে দেওয়া হয়।
বড়লেখা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাবুল'র উদ্যোগে এ ফরম বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বড়লেখা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু।
বিশেষ অতিথি ছিলেন- বড়লেখা উপজেলা যুবদলের সদস্য জুয়েল আহমদ।
এসময় বড়লেখা উপজেলা যুবদলের পক্ষে ফরম গ্রহণ করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আহাদ চৌধুরী, বড়লেখা পৌর যুবদলের পক্ষে ফরম গ্রহণ করেন পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, বড়লেখা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম, সদস্য কবির আহমদসহ দপ্তরের দায়িত্বে থাকা বড়লেখা উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে সদস্য ফরম গ্রহণ করেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির আহমদ, জসিম উদ্দিন জনিসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ।
বড়লেখা পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষে সদস্য ফরম গ্রহণ করেন বড়লেখা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদসহ সিনিয়র নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য