জগন্নাথপুর প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৪ ১৩:৩৬

জগন্নাথপুর প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর ) বিকেলে নতুন সদস্যদের হাতে সদস্য অন্তর্ভুক্তির চিঠি তুলে দেন জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব।

এসময় নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি রক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করতে আহ্বান জানানো হয়।

নতুন সদস্যদের মধ্যে শ্যারা সদস্যের জন্য মনোনীত হন তাঁরা হলেন জামাল উদ্দিন বেলাল (দৈনিক বিজয়ের কণ্ঠ), আমিনুল হক সিপন (দৈনিক উত্তরপূর্ব), হুমায়ুন কবির (দৈনিক নয়া দিগন্ত), জুয়েল আহমদ (দৈনিক আজকের পত্রিকা), সুমিত রায় (দৈনিক মানবজমিন), হুমায়ুন কবির ফরীদি (দৈনিক আজকের বসুন্ধরা), আমিনুর রহমান জিলু (দৈনিক সকালের সময়, রেজুওয়ান কোরেশী (দৈনিক জৈন্তাবার্তা), গোবিন্দ দে (দৈনিক আমাদের সময়), বিপ্লব দেবনাথ (দৈনিক দেশের কণ্ঠ), গোলাম সারোয়ার (দৈনিক যায়যায় দিন), ইকবাল হোসেন (দৈনিক বিজয়ের কণ্ঠ), হিফজুর তালুকদার জিয়া (দৈনিক দিনকাল), শাহ এসএম ফরিদ (দৈনিক সকাল), মুকিম উদ্দিন (দৈনিক আজকের বসুন্ধরা), আল আমিন (দৈনিক জাগ্রত সিলেট), রুম্মান আহমদ (এনটিভি ইউরোপ ক্যামেরাপার্সন) প্রমুখ।

এ ব্যাপারে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সদস্য পদের ক্ষেত্রে আদর্শ ও সাংবাদিকতার নীতিমালাকে প্রাধান্য দিচ্ছি। সর্বশেষে একজন সাংবাদিক হওয়ার জন্য দরকার আদর্শবান, সৃজনশীল এবং যুক্তিবাদী। যাদের মধ্যে এ সকল গুণাবলী বিদ্যমান তারাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা ও সদস্য পদ অর্জন করতে পারবেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাব ধারাবাহিকভাবে গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সুনামের সহিত সাংবাদিকতা পেশার সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত