১২ নভেম্বর, ২০২৪ ১৯:৫৯
সিলেটের ওসমানীনগরে গৃহবধু রেশমা হত্যা মামলায় মুক্তার আলী(৩৬) নামের এক রাজমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার তাজপুর মঙ্গল চন্ডি এলাকা থেথে তাকে গ্রেপ্তার করে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মুক্তার উপজেলার লতিবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপরকিল্পিত ভাবে রেশমার ঘর তৈরির ঠিকাদার রাজমিস্ত্রী মুক্তার আলী গত ৭ অক্টোবর হত্যা করে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে সাজিয়ে পালিয়ে যায় রাজমিস্ত্রী মুক্তার। বিষয়টি হত্যাকাণ্ড ও মুক্তার গৃহবধু রেশমাকে হত্যা করেছে বলে অভিযোগ এনে গত সোমবার নিহত রেশমার ভাই আনোয়ার আলী বাদি হয়ে ওসমানীনগর থানায় মুক্তারকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ মুক্তারকে গ্রেপ্তার করে। নিহত রেশমা উপজেলার রাঙ্গাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া হত্যা মামলায় একজনকে গ্রেফতারের সদ্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য