
১৬ জানুয়ারি, ২০২৫ ১৯:২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আল-মুফলিহুন যুব সংগঠনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামে আল-মুফলিহুন যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ ও বয়স্ক হিন্দু সম্প্রদায়ের লোকজনদের মধ্যে চাদর বিতরণ করা হয়।
দোস্তপুর গ্রামের স্কুলের হিন্দু সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, কলম, খাতা ও বয়স্ক হিন্দু পুরুষ মহিলাদের শীতের চাদর বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে লন্ডন প্রবাসী মুহিত মিয়া বলেন, আল-মুফলিহুন যুব সংগঠন দারিদ্র্য বিমোচনে, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা করে আসছে, বিশেষ করে মানুষ হিসেবে মানুষের সেবা করা এটা মানবিক দায়িত্ব কর্তব্য।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আল-মুফলিহুন যুব সংগঠনের মঞ্জুর রাহমান, মনির মিয়া, জমির হোসেন, আব্দুল কাইয়ুম, নাহিদ, শাহাবুদ্দিন, শাকের মিয়া, বেলালী, আহমেদ, তামিম, তাহমিদ, জুনেদ, লিটন, জিহাদ, হাবিব, মামুন, জামিল, কিশোয়ার, জামী, মোস্তাকিম মিতুলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য