নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৫ ১৫:০৬

সিলেটে ২৫ লাখ টাকার চোরাই চিনিসহ গ্রেপ্তার ৩

সিলেটে ডিবি ও থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪৩৬ বস্তায় প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দসহ দুটি যানবাহনের চালক ও সহকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ২টা ৫০ মিনিটের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ‘ইয়াংকি-১’ ও ‘ইয়াংকি-২’-এর বিশেষ অভিযানে সিলেট নগরীর নাইওরপুল এলাকায় ব্যারিকেড দিয়ে একটি মালবাহী ট্রাক আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এর মধ্যে ৩৮০ বস্তায় প্রতিটিতে ৪৯ কেজি করে মোট ১৮ হাজার ৬২০ কেজি, ২০ বস্তায় প্রতিটিতে ৪০ কেজি করে মোট ৮০০ কেজি চিনি রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী জব্দ চিনির মূল্য ২৩ লাখ ৩০ হাজার ৪০০ টাকা। চোরাই চিনির সঙ্গে মো. মুসলিম উদ্দিন (৪০), জুবায়ের রহমান (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, বুধবার সকালে এসএমপির শাহ পরাণ থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে সুরমা গেট এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩৬ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক মইনুল আহমদকে (৩৭) আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত