রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

২৪ জানুয়ারি, ২০২৫ ২২:২৩

জগন্নাথপুর বাজারে আবর্জনার ভাগাড়

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের মাছ আরদ ভেতরেই আবর্জনার ভাগাড়। প্রতিদিন বিভিন্ন দোকানের ময়লা ফেলে দূর্গন্ধ সৃষ্টি করায় সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী, পথচারীদের ভোগান্তি বেড়েছে।

বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা জানান, জগন্নাথপুর বাজার বাজারের মাছ আড়তে প্রতিনিয়ত বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে বাজারজুড়ে।

জগন্নাথপুর বাজারে মাছ বিক্রেতা সনজিত দাস বলেন, প্রতিনিয়ত আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে । পথচারি, ক্রেতা, ব্যবসায়ী, মুসুল্লীদের দুর্ভোগ কমেনি। আমরা নিয়মিত টাকা দিচ্ছি।

ক্রেতা দিলোয়ার বলেন, উৎকট গন্ধের কারণে বাজারে বেশ কিছুক্ষণ অবস্থান করে বাজার করা সম্ভব হয়না। বাজারের বাতাসে এতটাই উৎকট গন্ধ যে, এখানে স্বস্তির সঙ্গে কেনাকাটা করতে পারছি না।

জগন্নাথপুর শহরের স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী, স্মার্ট এপারেল,স্বত্বাধিকারী শাহরিয়ার হোসেন বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় যখন মুরগি ক্রয় করার উদ্দেশ্যে মুরগি পট্টিতে যাই সেখানে পরিবেশ দেখে আর মুরগি কেনার স্বাদ থাকে না। মনে হয় না নিয়ে চলে যাই। কারণ চোখের সামনে মুরগির উচ্ছ্বিষ্ট অংশ যেখানে সেখানে পড়ে থাকে আর দুর্গন্ধে দাঁড়ানো যায়না। আমি ভেবে অবাক হই যারা মুরগি বিক্রি করে তারা তো একদিনের জন্য ব্যবসা করতে আসেনি সুতরাং যেহেতু ব্যবসাটি দীর্ঘসময়ের তাই সকল ব্যবসায়ী উচিত এখানে পরিবেশের প্রতি যত্নবান হওয়া।

উপজেলা জগন্নাথপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন নেই। তবে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে অচিরের ডাম্পিং স্টেশন করা হবে। মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও ধোঁয়া দেওয়ার কোনো নিয়ম নেই। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিব।

আপনার মন্তব্য

আলোচিত