জগন্নাথপুর প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৫ ১৮:৫৭

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী সালমান (২০), ইব্রাহীম (৩৮) ও নিয়মিত মামলার আসামী তানভীর (৫০), আলমগীর (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আদালত ও থানা সুত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাকিব হোসেন, এসআই-মোঃশফিকুল ইসলাম,এসআই শাহ আলম,এসআই দিপংকর হালদার ও এএসআই জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী ফজলু’র ছেলে ইয়াবা ব্যবসায়ী সালমান মিয়া(২০)কে ২০ হাজার ৪ শত টাকা সমপরিমাণ মূল্যের ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছেন।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানায় মামলা রুজু হয়েছে(জগন্নাথপুর থানার মামলা নং-১৮ ২৪/০১/২৫ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)। এবং একই উপজেলার পেরুয়া (শেরপুর) গ্রাম নিবাসী মৃত সুরুজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিল উল্লাহ ওরফে (৪০)কে ২৫ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছেন। এবিষয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে (জগন্নাথপুর থানার মামলা নং -১৯ তাং২৪/১/২৫ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক)। এছাড়াও জগন্নাথপুর থানার নিয়মিত মামলার আসামী সিলেট জেলাধীন বালাগঞ্জ উপজেলার নজিরপুর গ্রাম নিবাসী মৃত আব্দুস ছাত্তার এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১৫,তাং-২৩/১/২৫ইং,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এর আসামী  তানভীর আহমদ ওরফে আঃ জব্বার (৫০) ও মোহাম্মদ শাল গ্রাম নিবাসী মৃত মোঃ আঃ আহাদ এর ছেলে আলমগীর হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৫ শে জানুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরণ করেছেন।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন ও আদালত সুত্র।

আপনার মন্তব্য

আলোচিত