বড়লেখা প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৫ ১৯:২৭

বড়লেখায় অবসরের পর সংবর্ধনা পেলেন ৮ শিক্ষক

মৌলভীবাজারের বড়লেখায় অবসরে যাওয়া পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শনিবার বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকদের এ সংবর্ধনা দিয়েছেন।

সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- সহকারি শিক্ষক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক মিছবাহুল রব (খসরু), সহকারি প্রধান শিক্ষক বিশ্বতোষ চক্রবর্তী, বিপ্লব কুমার দত্ত, রিয়াজুল ইসলাম, অরবিন্দ কুমার রায় পুরকায়স্থ (রুপক), গিয়াস উদ্দিন ও নজমুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন।

প্রাক্তন শিক্ষার্থী সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী শফিক আহমদ, এনায়েত মৌলা রাজু, আবুল হাসনাত সাহেদ, শামীম আহমদ, শামীম উদ্দিন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন এসএসসি ব্যাচের শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৯৬ ব্যাচের শিক্ষার্থী আহসান হাবিব ও গীতা পাঠ করেন উজ্জ্বল ঘোষ।

আপনার মন্তব্য

আলোচিত