
০৬ ফেব্রুয়ারি , ২০২৫ ২০:৫২
সিলেটে যৌথ বাহিনীর অভিযানে জেলা যুবদলের এক নেতাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বনকলাপাড়া এলাকার বাসিন্দা ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), যুবদলকর্মী মিরাপাড়ার বাসিন্দা মাহমুদ আলী (৪৪), ফেঞ্চুগঞ্জের রিপন (৪৬) ও বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমান সনি (২৭)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর বনকলাপাড়া এলাকায় মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা অস্ত্র ও আলামত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে সংরক্ষণ করেছিল। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি লোহার বাটযুক্ত রামদা, পাঁচটি ছুরি, দুটি কাঁচি, একটি পিস্তল সদৃশ গ্যাস লাইটার, খালি মদের বোতল ও মদপানের গ্লাস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মিডিয়া সামগ্রী জব্দ করা হয়।
আপনার মন্তব্য