
১১ ফেব্রুয়ারি , ২০২৫ ১৭:৪৫
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানকে কারাগারে পাঠানো হয়েছে।
বানিয়াচংয়ে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার সকাল ১০টায় কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলীম এর আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) নাজমুল ইসলাম জানান, মজিদ খানকে আদালত হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতে তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৯ মার্ডার মামলার ২ নম্বর আসামি তিনি।
আপনার মন্তব্য