শান্তিগঞ্জ প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি , ২০২৫ ২০:১০

শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শান্তিগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শাহান উদ্দিন নামের ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। সোমবার রাত ৮টায় উপজেলার নোয়াখালী বাজারের ওই নেতার দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহান উপজেলার জয়কলস ইউনিয়নের বৌগলারখাড়া গ্রামের সাজিদুর রহমানের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই উপজেলায় অপারেশন ডেভিল হান্ট-এ এই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত