জগন্নাথপুর প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি , ২০২৫ ০০:৪৯

‘ডেভিল হান্ট’ অপারেশনে জগন্নাথপুরে যুবলীগ নেতা মুহিবুর গ্রেপ্তার

‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় এবার গ্রেপ্তার হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান (৪৫)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। এরআগে তিনি ছাত্র জনতার ওপর হামলায় ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের মোহম্মদপুর সেরা গ্রামের গয়াস মিয়ার ছেলে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমানকে সোমবার রাতে ডেভিল হান্ট অপারেশনে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। এর আগে গত বছরের ৬ অক্টোবর সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। ২৬ দিন কারাভোগের পর জামিন পেয়েছিলেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে জগন্নাথপুরেও অভিযান চলছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জগন্নাথপুরের মিরপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত