
১৩ ফেব্রুয়ারি , ২০২৫ ০০:৫২
সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ হবিগঞ্জের উমেতনগর গ্রামের রাকেশ রায় (৭৫))।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরগামী যাত্রীবাহী অটোরিকশা ও রানীগঞ্জগামী ইজিবাইকটি মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। এতে অটোরিকশা ও ইজিবাইকের চালক, নারী-শিশুসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আহতের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সংঘর্ষে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আপনার মন্তব্য