
১৩ ফেব্রুয়ারি , ২০২৫ ১৮:৫২
সিলেটের গোলাপগঞ্জে বিপণিবিতানে একটি প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে উঠেছে। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিপণিবিতানটির নাম কুশিয়ারা শপিং কমপ্লেক্স। এর অবস্থান উপজেলার চৌমুহনী এলাকায়। গতকাল বুধবার রাতে এর দ্বিতীয় তলায় নিরাময় ডেন্টাল কেয়ারের পাশে একটি ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে ওঠে। পরে রাতেই ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে নিরাময় ডেন্টাল কেয়ারের পরিচালক (টেকনিক্যাল) মারজান সিদ্দিকী বৃহস্পতিবারবলেন, ডিজিটাল সাইনবোর্ডটি কে বা কারা হ্যাক করে এ ঘটনা ঘটিয়েছে। এ কারণে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গোলাপগঞ্জ থানায় আলোচনা হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ওই ঘটনার খবর শুনে পুলিশ বুধবার রাতে ওই বিপণিবিতানে গিয়েছিল। তখন বিপণিবিতানটি বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে বিপণিবিতানের ব্যবসায়ী সমিতির কয়েকজন থানায় আসেন। তারা জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বিপণিবিতানের কেউ জড়িত নন। এমনটি যাতে আর না হয়, সে জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মন্তব্য