মৌলভীবাজার প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০২৫ ২১:২২

আ’লীগ নেতার প্রার্থিতা হওয়ায় মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতার প্রতিদ্বন্দ্বিতায় ক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে নির্বাচন স্থগিত করা হয়েছে।

 বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলে আগের রাতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় জেলা আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটি।

জেলা আইনজীবী সমিতি গঠিত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমেদ অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিতের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, মৌলভীবাজার আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনের লক্ষ্যে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মামুনুর রশীদকে প্রধান নির্বাচন কমিশনার করে চার সদস্যের কমিশন গঠন করা হয়। কমিশন গত ৭ জানুয়ারি তপশিল ঘোষণা করে। গত মাসের ২৩ জানুয়ারি মনোনয়নপত্র গ্রহণ শেষে আজ ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ২১ আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে প্রার্থী হন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এস এম আজাদুর রহমান। এ খবর জানার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জেলা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন।

বুধবার সন্ধ্যার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি পদে আজাদুর রহমানকে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আইনজীবী সমিতির নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল হোসাইন, শাহাব উদ্দিন বাবলু, শফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাকারিয়া ইমন, মঞ্জুর আহমেদ, জাবেদ আহমেদ প্রমুখ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাৎক্ষণিক জরুরি সভার আহ্বান করে নির্বাচন স্থগিত করে। পরে বুধবার রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক নোটিশে অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিতের কথা জানানো হয়।

জাতীয় নাগরিক কমিটি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল হোসাইন জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নির্বাচনের আগের দিন জানতে পারেন তারা। এর পর কঠোর প্রতিবাদ জানালে আইনজীবী সমিতি গঠিত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়।

আপনার মন্তব্য

আলোচিত