রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

১৬ ফেব্রুয়ারি , ২০২৫ ০১:৩৫

‘অপারেশন ডেভিল হান্ট’, জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় এবার গ্রেপ্তার হলেন জগন্নাথপুরের যুবলীগ কর্মী আব্দুল মতিন (৪৫) ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর বাজার থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুল মতিন জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার মৃত আসলম উল্লাহ ছেলে।

এদিকে গত বছরের ১২ ডিসম্বর জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আব্দুল মতিনকে পুলিশ গ্রেপ্তার করে। তিনদিন কারাভোগের পর জামিনে বের হন। এবার ভেভিল হান্ট অপারেশনের আওতায় বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় জড়িত থাকার সন্দেহ অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) সাকিব হোসেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত