
১৬ ফেব্রুয়ারি , ২০২৫ ২০:২২
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় আদালতে আরেক মামলা দায়ের করা হয়েছে। রোববার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে এ মামলাটি ( গোলাপগঞ্জ সিআর ৯৬/২৫ ইং) করেন নজমুল ইসলাম।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাওম খান (সায়েম) বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট খায়রুল আমিন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে মামলাটি এফ আই আর গণ্যে রেকর্ডের নির্দেশ দিয়েছেন।
মামলায় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদ সহ ৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০/৪৫জনকে আসামী করা হয়। আসামিদের সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মামলার এজহার সূত্রে জানা যায়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন ৪আগস্ট গোলাপগঞ্জ চৌমুহনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা মিছিল বের করে। এই মিছিলে মিছিল বিরোধীদের হামলায় ও গুলিতে গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রনকেলী নয়াগ্রামের আব্দুল মুতলিবের ছেলে সিএনজি চালক নজমুল ইসলামের বাম চোখ, বাম কান সহ মাথার বিভিন্ন স্থানে একাধিক গুলি লাগে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় নজমুলকে তাৎক্ষণিক প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এরপর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে একদিন চিকিৎসা দেওয়া পর তার অবস্থা আরো খারাপ হলে তাকে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দেন। দীর্ঘদিন চিকিৎসার পর রোববার আদালতে এ ঘটনায় মামলা করেন তিনি।
আপনার মন্তব্য