নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫ ২০:১৯

ছাত্রলীগ কর্মীকে পালাতে সহায়তার অভিযোগ: জিন্দাবাজার থেকে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

সিলেটের জিন্দাবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুই ব্যবসায়ী ও দুই কর্মচারীকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউক হক বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত চারজন হলেন- জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী রায়হানর আহমদ, জুনদে মিয়া, কর্মচারী ওমর ও ফরহান।

জানা গেছে, তাদেরকে জুলাই-আগস্টের গণআন্দোলনের ঘটনায় একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এরআগে গত সোমবার (১০ মার্চ) মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তাদের আটক করা হয়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি নামের বিপণিবিতান থেকে ওই চারজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় জনতা সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের জাবেদ মিয়া নামের এক নেতাকে দেখা যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ আসার আগেই সেই নেতাকে বিপণিবিতানের কয়েকজন ব্যবসায়ী নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করেন। এমন খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা সেখানে যান। এ সময় জিন্দাবাজার এলাকায় ভিড় জমে। জা‌বেদ মিয়ার বাড়ি দ‌ক্ষিণ সুরমায়। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সঙ্গে চলাফেরা ছিল জাবেদের। তবে তার সাংগঠনিক পদের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাত্রলীগের ওই নেতাকে পালিয়ে যেতে সহায়তাকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে পুলিশ বিপণিবিতানের ব্যবসায়ীসহ চারজনকে আটক করে নিয়ে যায়।

ছাত্রনেতাদের দাবি, যাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে তিনি গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছিলেন। তার বিরুদ্ধে মামলাও রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত