
১১ মার্চ, ২০২৫ ২০:২৪
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)’রশিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শান্তিগঞ্জ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বিশ্বিবদ্যালয়টির সব বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন সুবিপ্রবির শিক্ষার্থী সুরভী চৌধুরী, মো. নিশাদ, তানিম আহমদ, জাকারিয়া, লাবণ্য ও তাকবিল।
ধর্ষণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা দিনদিন আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। মাত্র আট বছরের শিশুও ধর্ষকদের হাত থেকে নিরাপদ নয়। সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকারকে হুশিয়ার করে তারা বলেন, রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তিমৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। সমাবেশ থেকে ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং দেশের অরাজকতা নিরসনে অন্তর্বতী সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা।
আপনার মন্তব্য