১৫ মে, ২০২৫ ২১:৩৫
সিলেটের গোলাপগঞ্জে সাহেদ আহমদ নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ‘গণপিটুনি’ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৫ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে।
আটককৃত ছাত্রলীগ নেতার নাম সাহেদ আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে হেতিমগঞ্জ বাজারে ছাত্রদল ও স্থানীয় কয়েকজন গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ছাত্রলীগ নেতা সাহেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য