নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৫ ০০:১৮

ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী মালগাড়ি ৯৫২-এর একটি ওয়াগন রাত ৯টা ৪০ মিনিটে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে। তিনি জানান, উদ্ধারকাজের জন্য কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এটি ঘটনাস্থলে পৌঁছাবে।

রেল যোগাযোগ বন্ধ থাকায় কালনী এক্সপ্রেসসহ যাত্রীবাহী সকল ট্রেন নির্ধারিত সময়ে সিলেটে পৌঁছাতে পারছে না।

উদ্ধার সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত