নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৫ ১২:৫৮

রেডক্রিসেন্ট সিলেটের সহ-সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক মাহবুব

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচন সহ সভাপতি পদে বদরুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শনিবার উৎসব মুখর পরিবেশে ২০২৫-২০২৭ সালের জন্য কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচন সম্পন্ন হয়।

জানা যায়, সহ-সভাপতি পদে বদরুজ্জামান সেলিমের প্রাপ্ত ভোট ৫৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো: মাশুকুর রহমান চৌধুরী পেয়েছেন ২৩৩ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মাহবুবুল হক চৌধুরী পেয়েছেন ৩৭২ ভোট। এই পদে প্রতিদ্বন্দ্বীতাকারী লোকমান আলী ১১৪, আব্দুস সামাদ ১১, মোহাম্মদ আমিনুল ইসলাম ১৯২ ও রাসেল মাহবুব ১১১ ভোট পেয়েছেন।

এছাড়া ৫টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আব্দুল্লাহ আল মামুন সামান, ৪০২ ভোট পেয়ে তিনি প্রথম হয়েছেন, নির্ঝর রায়, ৩২৪ ভোট (২য়), আবু সাঈদ মো. ইব্রাহিম ৩১১ ভোট (৩য়). একে এম কামরুজ্জামান ২৯০ ভোট (৪র্থ) ও পারভেজ আহমদ ২৮৫ ভোট পেয়ে (৫ম) হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরের সারদা হলে ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আবুল মনসুর আসজাদ।

আপনার মন্তব্য

আলোচিত