০৬ জানুয়ারি, ২০২৬ ১৮:০৩
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫২ বিজিবির সহকারী পরিচালক মাহফুজুর রহমান, লাতু কোম্পানি কমাণ্ডার সুবেদার জসিম উদ্দিন, নয়াগ্রাম ক্যাম্প কমাণ্ডার নায়েক সুবেদার আসমত উল্লাহ ঠাকুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেন স্থানীয়রা।
আপনার মন্তব্য