বিয়ানীবাজার সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি , ২০১৫ ০২:০৬

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের যাত্রা শুরু

শুক্রবার বিকালে দেশের প্রথম বিশেষায়িত এ হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল আলম

অবশেষে অবসান হলো বহুল প্রতীক্ষার। আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে দেশের প্রথম বিশেষায়িত এ হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল আলম।

২০০৯ সালে এ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিন ধাপে বিভক্ত হাসপাতালের প্রথম ধাপের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

বিয়ানীবাজার পৌরসভার কদগুঞ্জ এলাকায় দুই বিঘা ভূমির উপর প্রায় পাঁচ কোটি টাকা ব্যায়ে ক্যান্সার হাসপাতালের প্রথম ধাপ ‘এওয়ারনেস এন্ড ডিটেকশন’ সেন্টারের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। হাসপাতালটিকে পূর্ণাঙ্গরূপে উন্নীত করতে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা কয়েক মিলিয়ন পাউন্ড অর্থ সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শীঘ্রই দ্বিতীয় ধাপের নির্মাণকাজ শুরু হবে বলেও সংশ্লিষ্টরা জানান।

হাসপাতালটির নিয়োগকৃত দায়িত্বশীলরা জানিয়েছেন, ‘এওয়ারনেস এন্ড ডিটেকশন’ সেন্টার থেকে প্রথম পর্যায়ে ক্যান্সার রোগের ভয়াবহতা, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে সচেতনা বৃদ্ধি, রোগ নির্ণয়, ব্রেস্ট ক্যান্সার নিরাময়সহ ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল আলম বলেন, প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে কতটুকু আন্তরিক তার প্রমাণ বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল। কোটি কোটি টাকা ব্যয় করে তারা এদেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা  প্রদান করতে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশ তৃতীয়বিশে^র রোল মডেল।

আমাদের স্বাস্থ্যনীতি এবং মাঠপর্যায়ে এর প্রতিফলন দেখে ভারতও আমাদের অনুকরণ করছে। সরকারের সাথে সাথে বেসরকারিভাবে উদ্যোক্তারা এগিয়ে আসলে সর্বক্ষেত্রে সব জটিল রোগের চিকিৎসাসেবা দেশেই সম্ভব।

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান সামছুদ্দিন খান বলেন, হাসপাতালটি বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হরা হয়নি। দরিদ্র রোগীসহ সকল রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হবে। প্রয়োজনে বিলেতসহ বিশ্বের অন্যান্য স্থান থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে সেবা প্রদান করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের মিডিয়া পরিচালক ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী, পৌরসভা প্রশাসক তফজ্জুল হোসেন, হাসপাতালের সিইও সাব উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ, ড. সমীরণ দাস, হাসপাতালের সদস্য নাজিদ উদ্দিন, আবদুল সফিক, ফরহাদ হোসেন টিপু, রওফুল ইসলাম, মনিরুল হক প্রমুখ। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত