ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ, ২০১৬ ১৮:৫৭

নর্থ ইষ্ট মেডিকেলে সর্বাধুনিক জরায়ু ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

সিলেটে আধুনিক ক্যান্সার চিকিৎসায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রথমবারের মত চালু করেছে নায্যমূল্যের সর্বাধুনিক ও স্বয়ং সম্পূর্ণ জরায়ুর ক্যান্সার চিকিৎসা সেবা। অভিজ্ঞ চিকিৎসক ও ফিজিষ্ট এবং বিশ্বমানের যন্ত্রপাতি দিয়ে রেডিওথেরাপী চিকিৎসার মাধ্যমে সিলেটের দক্ষিণ সুরমায় নর্থইষ্ট ক্যান্সার হাসপাতাল সিলেট একমাত্র ন্যায্য মূলে সর্বাধুনিক ও স্বয়ং সম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল বহুতল বিশিষ্ট ১০০ শয্য হাসপাতালে প্রতিদিন ক্যান্সার রোগীদের ইনডোর ও আউটডোর সেবা প্রদান করা হচ্ছে।

নর্থইষ্ট ক্যান্সার হাসপাতাল সূত্রে জানা গেছে, জরায়ুর ক্যান্সার চিকিৎসা সেবায় অধ্যাপক ডাঃ সৈয়দ মোঃ আকরাম হোসেন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান এর নেতৃত্বে ব্রাকিথেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট ডাক্তাররা জানান, দেশে মহিলাদের মধ্যে জরায়ূ ক্যান্সারের হার ২য় সর্বোচ্চ। শুরুতেই ধরা পড়লে জরায়ূ ক্যান্সার চিকিৎসার জন্য অপারেশনই যথেষ্ট। অপারেশন অযোগ্য রোগীদের ক্ষেত্রে রেডিওথেরাপীর মাধ্যমে চিকিৎসা প্রদান করছে নর্থ ইষ্ট ক্যান্সার হাসাপাতাল।

সংশ্লিষ্ট ডাক্তাররা জানান, লিনিয়ার এক্সিলারেটর ও ব্র্যাকিথেরাপীর মাধ্যমে জরায়ূ ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব।

আপনার মন্তব্য

আলোচিত