ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ, ২০১৬ ১৯:০৮

তনুর খুনিদের বিচার দাবিতে নগরীতে সিলেটভিউ রিডার্স ফোরামের মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষক ও খুনিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে সিলেটভিউ২৪ডটকম’র পাঠক সংগঠন ‘সিলেটভিউ রিডার্স ফোরাম’।

রবিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ১৯৭১ সালের মার্চে পাক বাহিনী এদেশে গণহত্যা চালিয়েছিল। বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন এই মার্চ মাসেই সেনানিবাসের ভেতর মেধাবী ছাত্রী তনুকে ধর্ষন ও খুন করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন খুনি-সন্ত্রাসীদের কোন দল নেই। শেখ হাসিনা স্বাধীনতার ৪৫ বছর যখন যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছেন, তখন তনুর ধর্ষক ও খুনিরাও রেহাই পাবে না। তনুর খুনিরা দ্রুততম সময়ে ধরা পড়ুক, বিচারের আওতায় আসুক এটা এখন দেশবাসীর দাবি। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং খুনি যে-ই হোক না কেন রেহাই পাবে না।

সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম চৌধুরী নবেলের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, এটিএন বাংলার সিলেট ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, সিলেটভিউ রিডার্স ফোরামের সদস্য সজিবুর রহমান, আশফাক জায়গীরদার, নাফিসা চৌধুরী, ফয়েজ আহমদ, তানজিয়া হোসাইন চৌধুরী, তানজিনা ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটভিউ রিডার্স ফোরামের সদস্য নারী নেত্রী হেনা বেগম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মধু মিয়া, সিলেটভিউ২৪ডটকম’র আলোকচিত্র সম্পাদক নাজমুল কবীর পাভেল, স্টাফ রিপোর্টার খলিলুর রহমান স্টালিন, দিব্য জ্যোতি সী, ফটো জার্নালিস্ট আনোয়ার হোসেন, শীর্ষনিউজের সিলেট প্রতিনিধি তুহিন ইসলাম রনি, সিলেটভিউ রিডার্স ফোরামের সদস্য ও শাহজালাল সিটি কলেজের শিক্ষার্থী চন্দ্রিমা সরকার, রিপা উম্মেজাহান, তাহমিনা বেগম, সাদিয়া পাঠওয়ারী, তানজিদা ইসলাম, হুমায়রা জাকিয়া, ফরহাদ আল মামুন, রোকশান হোসেইন, মাহফুজুর রহমান, আনোয়ার চৌধুরী, রাফি বিন আমিন, মোহামিনুল হাসান, চন্দন দাস, সাব্বির আহমেদ, শরিফ আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত