মৌলভীবাজার সংবাদদাতা

০১ মার্চ, ২০১৫ ১৬:৩৩

মৌলভীবাজারে স্কুল ছাত্র রায়হানের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

মৌলভীবাজারের রাজনগর আইডিয়েল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র রায়হানকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন ছাত্র-শিক্ষকরা।  
আজ (রোববার )দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে  আইডিয়েল হাই স্কুলের ছাত্র-শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-শিক্ষক সহ স্থানীয়রা অংশ গ্রহন করেন ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিছবাহুদ্দোজা কামালের সভাপতিত্বে মানববন্ধন চলার সময় সমাবেশে বক্তব্য রাখেন মৌলনা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, রাজনগর মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, প্রফেসর শাহানা রুবি ও রায়হান এর ছোট ভাই শেখ মো. সুহান । এ সময় বক্তারা  মেধাবী ছাত্র রায়হানকে হত্যার তীব্র নিন্দা জানান। এ ধরনের নৃশংস ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের ফাঁসি দাবী করেন বক্তারা।


এদিকে নিহত রায়হানের মামা আব্দুল হক বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য যে গত ২৬ ফেব্রুয়ারী রাত ৮ টা থেকে নিখোঁজ ছিলো রায়হান। পরে ২৭ ফেব্রুযারী একই উপজেলার পাঁচগাও ইউনিয়নের শারমপুর গ্রামের ধান ক্ষেত থেকে রায়হানের লাশ উদ্বার করে পুলিশ। নিহত রায়হান রাজনগর উপজেলার মেদেনীমহল গ্রামের প্রবাসী সেলিউর রহমানের ছেলে।

 

আপনার মন্তব্য

আলোচিত