০১ মার্চ, ২০১৫ ২০:০১
লেখক অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে গত ২৭ ফেব্রুয়ারি সিলেটে ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলে ব্যবহৃত দুয়েকটি প্ল্যাকার্ডের বক্তব্যে সিলেটের ধর্মপ্রাণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হওয়ায় সিলেট ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট ফোরাম দুঃখ প্রকাশ করছে। সেইসাথে অনাকাঙ্খিত এই ঘটনার জন্য সিলেট ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট ফোরাম অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।
ব্লগার ও অনলাইন এক্টিভিষ্ট ফোরাম প্রেরিত বিবৃতিতে বলা হয় - সেদিনের মিছিলে ব্যবহৃত দুটি প্লে-কার্ডে মূলত ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকান্ডের সমালোচনা করা হয়েছে। ইসলাম ধর্মকে আঘাত করার উদ্দেশ্যে তা করা হয়নি। কিন্তু অনেকেই এই প্ল্যাকার্ডগুলোর বক্তব্যে মর্মাহত হয়েছেন। এ জন্য আমরা আবারও দুঃখ প্রকাশ করছি।
আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। শান্তি ও সম্প্রীতি আমাদেরও কাম্য।
একইসঙ্গে আলোচ্য প্রতিবাদী কর্মসূচির আয়োজক হিসেবে অনেকেই গণজাগরণ মঞ্চের নাম ব্যবহার করছেন। আদতে সেদিনের কর্মসূচি আয়োজনের সাথে এই সংগঠনের কোনো সম্পৃক্ততা ছিলো না।
আশা করছি, এর মাধ্যমে ২৭ ফেব্রুয়ারির কর্মসূচিকে ঘিরে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতির অবসান ঘটবে।
আপনার মন্তব্য