০২ মার্চ, ২০১৫ ১০:৪৫
২০ দলীয় জোটের চলমান আন্দোলনে কৌশলের আশ্রয় নিচ্ছে জামায়াত-শিবির। পুলিশের চোখ ফাঁকি দিতে তারা অন্য প্রতিষ্ঠানের ব্যানারে মিছিল করছে।
রোববার হরতাল চলাকালে মীরবক্সটুলা এলাকায় বেলা ২টার দিকে একটি মিছিল বের করে শিবির। হরতালের পক্ষে মিছিল দেয়ার সময় তাদের হাতে ধরা ব্যানারে লেখা ছিল-নর্থ ইস্ট ইউনিভার্সিটির নাম। ব্যানারে নর্থ ইষ্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং নগরীর শেখঘাট ক্যাম্পাসের ঠিকানা লেখা ছিলো।
সেই সাথে ০১৭৫৫ ৫৬৬৯৪৪ এই মোবাইল নাম্বার এবং ৭১০২২০ ল্যান্ডফোন নাম্বার লেখা ছিলো ব্যানারে। ব্যানারে ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের টিউশন ফি কমানোর কথা লেখা থাকলেও মিছিলে অংশ নেয়া সবাই ছিলো শিবির কর্মী।
মিছিল থেকে শিবিরের নেতা-কর্মীরা সরকার বিরোধী নানা ধরনের স্লোগান দিয়ে চৌহাট্টা পর্যন্ত যায়। প্রতিদিন চৌহাট্টায় পুলিশ দায়িত্ব পালন করলেও রোববার দায়িত্বরত পুলিশ সদস্যরা শিবিরের বিরুদ্ধে কোনো এ্যাকশনে যায়নি।
রোববার চৌহাট্টা মোড়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল আটক করে বাণিজ্য করতে দেখা গেলেও মিছিলকারীদের বিরুদ্ধে কোনো ভূমিকা ছিলো না পুলিশের।
তথ্য সূত্রঃ দৈনিক উত্তরপূর্ব
আপনার মন্তব্য